রবিবার রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে জলবন্দী জলপাইগুড়ি শহর। প্লাবিত শহরের একাধিক ওয়ার্ড। ঘরে ঘরে জল ঢুকে পড়েছে । আর সেই জল ভেঙেই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের।শহরের মধ্যে দিয়ে বয়ে চলা করলা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। নদীর জল ঢুকে পড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি শহরের জনজীবন। বেহাল নিকাশি ব্যবস্থাকে দায়ী করেছেন বাসিন্দারা।
অন্যদিকে, আংরাভাসা নদীর জলোচ্ছ্বাস এর কারনে জলমগ্ন গয়েরকাটা। ভুটান পাহাড় ও ডুয়ার্সে অবিরাম বৃষ্টির ফলে জলপাইগুড়ি জেলার গয়েরকাটার একাধিক জায়গা জলমগ্ন। ভুটান পাহাড়ের জল বানারহাটের হাতিনালা দিয়ে প্রবাহিত হয়ে এসে আংরাভাসা নদীতে পড়ায় প্রবল ভাবে ফুলে ফেপে উঠেছে আংরাভাসা নদী। গয়েরকাটার জ্যোর্তিময়পল্লি, বিবেকানন্দপল্লি এলাকার একাধিক বাড়িতে হাঁটু সমান জল।
বৃষ্টির জমা জলে চরম অবস্থা হিন্দুপাড়া, কোংগারনগর এলাকায়। কাজকর্মে যেতে পারছেন না কেউ। এমনকি জল পেরিয়ে বাজারহাট যাওয়াও কঠিন হয়ে পড়েছে। সঠিক নিকাশি ব্যবস্থার অভাবে বেশ কিছু এলাকায় বৃষ্টির জল জমেছে। এদিন সকাল থেকে জলমগ্ন এলাকা গুলি ঘুরে দেখেন বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী। তিনি জানান, গয়েরকাটার জলমগ্ন পরিস্থিতি ক্ষতিয়ে দেখা হয়েছে৷ বহু মানুষের বাড়িতে এখন ও জল রয়েছেন তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
Be the first to comment