কাশ্মীরের কুলগ্রামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন তিন সেনা জওয়ান। তারই পাল্টা দিল নিরাপত্তাবাহিনী। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজৌরি জেলায় অভিযানে নেমে এনকাউন্টার শুরু করে জওয়ানরা। তাতেই নিহত হয় এক জঙ্গি। জানা গিয়েছে, রাজৌরির গুন্ধা-খাওয়াস গ্রামে এনকাউন্টার অভিযান শুরু হয়।পুলিশ ও বাহিনীর যৌথভাবে এই অভিযান চালাচ্ছ।
সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার জম্মু-কাশ্মীরের রাজৌরির বুধল এলাকার গুন্ধা-খাওয়াস গ্রামে এনকাউন্টার শুরু হয়। গোপন সূত্রে খবর মিলেছিল যে ওই এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে এখনও অবধি এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানা গিয়েছে। এখনও জারি রয়েছে এনকাউন্টার। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশও।
প্রসঙ্গত, শুক্রবার জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিন সেনা জওয়ান । কুলগামের হালান জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। সেই সময় পিছন থেকে হামলা করে জঙ্গিরা। ওই সংঘর্ষে তিনজন সেনা জওয়ান আহত হন, পরে চিকিৎসা চলাকালীন তিনজনেরই মৃত্যু হয়।
Be the first to comment