দিল্লির ব্যস্ত রাস্তায় এক জাপানি পর্যটকের উপর দিনে দুপুরে হামলা; পড়ুন!

Spread the love
ফের দেখা গেল রাজধানীর নৃশংস রূপ। এক জাপানি পর্যটকের উপর দিনে দুপুরে হামলা হলো দিল্লির ব্যস্ত রাস্তায়। ছুড়ি মেরে তাঁর সমস্ত জিনিস চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটেছে রবিবার। পুলিশ সূত্রে খবর, ৪১ বছরের ওই জাপানি পর্যটক কয়েকদিন আগেই ভারতে এসেছিলেন। উত্তর-পূর্ব দিল্লির সিরাসপুর এলাকায় এক গুরুদ্বারের কাছে এক হোটেলে তিনি উঠেছিলেন। রবিবার দুপুরে হোটেলের দিকে যাওয়ার সময় চার দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়।
ছিনতাই করতে গেলে তিনি বাধা দেন। বাধা পেয়ে দুষ্কৃতীরা তাঁর উপর ছুড়ি নিয়ে হামলা করে। তাঁর উপর অনেকবার ছুড়ির আঘাত করা হয়। মাটিতে পড়ে যান ওই ব্যক্তি। তারপর তাঁর মোবাইল ফোন, পার্স, চেন চুরি করে পালায় ওই চার দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পাঠানো হয় এলএনজেপি হাসপাতালে। আপাতত সেখানেই ভর্তি ওই জাপানি পর্যটক।
চারজন দুষ্কৃতীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে পুলিশ। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার রজনীশ গুপ্তা জানিয়েছেন, ওই এলাকার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনে চার দুষ্কৃতীকে শনাক্ত করার চেষ্টা চলছে। একবার শনাক্ত করা হয়ে গেলে বেশিদিন দুষ্কৃতীরা পালিয়ে বেড়াতে পারবে না বলেই মন্তব্য তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*