রবিবার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ চার আসনে জিতেছে বাম জোট। ভোটের ফল বেরনোর কিছুক্ষণ পরে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র সঙ্গে সংঘর্ষ শুরু হয় বামেদের। ছাত্র সংসদের নব নির্বাচিত সভাপতি এন সাই বালাজি বলেছেন, সোমবার ভোররাতে এবিভিপির সমর্থকরা তাঁকে মারধর করেছে।
বালাজির দাবি, এবিভিপি সমর্থকরা প্রথমে বামপন্থী ছাত্র সংগঠন এআইএসএ-র সদস্যদের মারধর করে। তিনি গোলমাল থামাতে গেলে তাঁকেও মারধর করা হয়। অন্যদিকে এবিভিপির দাবি, এআইএসএ সমর্থকরাই প্রথমে তাদের ওপরে ঝাঁপিয়ে পড়েছিল। দুটি ছাত্র সংগঠনই বসন্ত কুঞ্জ থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
জেএনইউয়ের ছাত্র নেত্রী শীলা রশিদ টুইট করে জানিয়েছেন, জেএনইউয়ের প্রাক্তন কাউন্সিলর অভিনয়কে এবিভিপি আক্রমণ করেছিল। পুলিশের ডেপুটি কমিশনার দেবেন্দ্র আর্য বলেছেন, আমরা ভোর তিনটের সময় প্রথম খবর পাই, জেএনইউ-তে মারপিট হচ্ছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Be the first to comment