ফের পাকিস্তানের বুলেটে মৃত্যু হলো ভারতীয় সেনার। মঙ্গলবার জম্মুর আরএস পুরা সেক্টরে বিএসএফ-এর এক জওয়ান নিহত পাকিস্তানি রেঞ্জার্সদের গুলিতে। নিহত জওয়ানের নাম নরেন্দ্র।
লাইন অফ কন্ট্রোলে গাছ কাটছিলেন এই সেনা জওয়ান। সেনা সূত্রে জানা গিয়েছে দুপুর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেলে তাঁর দেহ মেলে এলওসি থেকে পাকিস্তানের দিকে ৪ মিটার ভিতরে।
সেনা আধিকারিকরা জানিয়েছেন, লাইন অফ কন্ট্রোলে গাছ কাটা সেনাবাহিনীর রুটিন কাজ। তা করতে গিয়েই কোনওভাবে লাইন অফ কন্ট্রোল পেরিয়ে যান বিএসএফ-এর এই হেড কনস্টেবল। সেনাবাহিনীর অনুমান, সে কারণেই হয়তো কোনও সুযোগ না দিয়ে গুলি করে মেরে ফেলা হয় এই জওয়ানকে।
বিএসএফ-এর এক আধিকারিক কয়েকদিন আগেই জানিয়েছিলেন, সীমান্ত রেখায় ভারতের দিকে প্রতিনিয়ত গাছ কাটা হয়। কিন্তু পাকিস্তানি রেঞ্জার্সরা তা করে না। জঙ্গিদের সুবিধে করে দেওয়ার জন্যই তাদের এই স্ট্র্যাটেজি বলেও জানান তিনি।
সেনাবাহিনীর কর্মীরাই খুঁজতে বেরিয়ে পড়ে থাকতে দেখেন নরেন্দ্রর দেহ। তারপর তা পাঠানো হয় ময়না তদন্তের জন্য। সেনা সূত্রে জানা গিয়েছে, তিনটি গুলি লেগেছিল নিহত জওয়ানের।
Be the first to comment