বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জওহর সরকার ৷ বুধবার তিনি অধিবেশনের শুরুতে শপথ গ্রহণ করেন ৷ তিনি শপথবাক্য পাঠ করেন বাংলাতেই ৷ আর ধুতি-পাঞ্জাবিতে একেবারে ট্র্য়াডিশনাল বাঙালি সাজেই তিনি এদিন হাজির হয়েছিলেন সংসদের উচ্চকক্ষে ৷
এদিন তিনি শপথ গ্রহণ করতেই তৃণমূল কংগ্রেসের বেঞ্চ থেকে সাংসদরা সমস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন ৷ তার পর সভার কাজ শুরু হয় ৷ কিন্তু পেগাসাস বিতর্কের জেরে কয়েক মিনিট পর সভা মুলতুবি ঘোষণা করে দেন চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু ৷ দুপুর ২টো পর্যন্ত রাজ্যসভা মুলতুবি করে দেন তিনি ৷
এদিকে জওহর সরকার যে আসনে রাজ্যসভার সাংসদ হলেন, তা ছিল দীনেশ ত্রিবেদীর ৷ তাঁর ছেড়ে যাওয়া এই আসনে কাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল কারণ, ভোটের আগে বিজেপি থেকে তৃণমূলে আসেন যশবন্ত সিনহা, ভোটের পরে যোগ দেন মুকুল রায় ৷ তাঁদের নাম আলোচনায় ছিল ৷ তাছাড়া ভোটকুশলী প্রশান্ত কিশোর ও প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা যাচ্ছিল ৷
অন্যদিকে এবার বিধানসভা নির্বাচনে জিতেছেন মানস ভুঁইয়া ৷ তিনি পশ্চিম মেদিনীপুরের সবং থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে মন্ত্রীও হয়েছেন ৷ তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন ৷ চলতি অধিবেশনের শুরুতে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে ৷ ফলে ওই আসনেও উপনির্বাচন হবে ৷ তখন তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করে, এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷
Be the first to comment