প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্স মেন সেশন ১ পরীক্ষার ফল

Spread the love

জেইই মেন সেশন ১-এর ফল প্রকাশিত হল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল জানা যাচ্ছে। ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত জেইই মেন সেশন ১ পরীক্ষা হয়েছিল। এর পর অ্যানসার কি-ও প্রকাশ করা হয়। জেইই মেন ২০২২ সেশন ১ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা জেইই অ্যাডভান্সড ২০২২ পরীক্ষায় বসতে পারবেন। জেইই মেন সেশন ২ পরীক্ষা শেষ হওয়ার পর এনটিএ জেইই অ্যাডভান্সড ২০২২-এর চূড়ান্ত কাট অফ প্রকাশ করবে। 

ইতিমধ্যেই জেইই মেন ২০২২ সেশন ২ পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শেষ করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ এবং ৩০ জুলাই জেইই মেন ২০২২ সেশন ২ পরীক্ষা নেবে। জেইই মেন সেশন ১ পরীক্ষার জন্য মোট ৮ লক্ষ ৭২ হাজার ৪৩২ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। ভারতের বাইরের ১৭টি শহর এবং দেশের ৩৯০টি শহরের মোট ৫৮৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।

কীভাবে ফলাফল জানবেন

  1. এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ ক্লিক করুন।
  2. হোমপেজে ‘Download JEE Main Result 2022 for Session 1’ লেখা লিঙ্কটিতে ক্লিক করুন।
  3. রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন।
  4. আপনার স্ক্রিনে রেজাল্ট দেখাবে।
  5. রেজাল্ট ডাউনলোড করুন।
  6. ভবিষ্যতের প্রয়োজনের জন্য একটি প্রিন্ট আউট নিয়ে নিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*