জেইই মেন সেশন ১-এর ফল প্রকাশিত হল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল জানা যাচ্ছে। ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত জেইই মেন সেশন ১ পরীক্ষা হয়েছিল। এর পর অ্যানসার কি-ও প্রকাশ করা হয়। জেইই মেন ২০২২ সেশন ১ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা জেইই অ্যাডভান্সড ২০২২ পরীক্ষায় বসতে পারবেন। জেইই মেন সেশন ২ পরীক্ষা শেষ হওয়ার পর এনটিএ জেইই অ্যাডভান্সড ২০২২-এর চূড়ান্ত কাট অফ প্রকাশ করবে।
ইতিমধ্যেই জেইই মেন ২০২২ সেশন ২ পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শেষ করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ এবং ৩০ জুলাই জেইই মেন ২০২২ সেশন ২ পরীক্ষা নেবে। জেইই মেন সেশন ১ পরীক্ষার জন্য মোট ৮ লক্ষ ৭২ হাজার ৪৩২ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। ভারতের বাইরের ১৭টি শহর এবং দেশের ৩৯০টি শহরের মোট ৫৮৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।
কীভাবে ফলাফল জানবেন
- এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ ক্লিক করুন।
- হোমপেজে ‘Download JEE Main Result 2022 for Session 1’ লেখা লিঙ্কটিতে ক্লিক করুন।
- রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন।
- আপনার স্ক্রিনে রেজাল্ট দেখাবে।
- রেজাল্ট ডাউনলোড করুন।
- ভবিষ্যতের প্রয়োজনের জন্য একটি প্রিন্ট আউট নিয়ে নিন।
Be the first to comment