ঝাড়খণ্ডের লোহারদাগা জেলায় জঙ্গল থেকে উদ্ধার হল মা ও ছেলের দেহ। তাদের হত্যা করার পরে মুখ অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে চেনা না যায়। বেশ কিছুদিন আগেই তাদের খুন করা হয়েছে। তাই পচন ধরেছে দেহে।
পুলিশ জানিয়েছে, মহিলার বয়স ২৭ । তাঁর সন্তানের বয়স ছয়। প্রথমে তাদের গলা টিপে হত্যা করা হয়। তারপর মুখগুলি পুড়িয়ে দেওয়া হয় অ্যাসিড দিয়ে। দেহগুলির আশপাশে কয়েকটি বিয়ারের বোতল পাওয়া গিয়েছে। পুলিশ দেহগুলি পাঠিয়েছে ময়না তদন্তের জন্য ।
Be the first to comment