ওয়েস্ট ব্যাংকে ইজরায়েলের সেনার গুলিতে মৃত্যু মহিলা সাংবাদিকের

Spread the love

ইজরায়েলি বাহিনীর গুলিতে নিহত আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ। প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবর, ইজরায়েলের ওয়েস্ট ব্যাঙ্কের জেনিন শহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হয় তাঁর। জেনিনে ইজরায়েলি হানাদারির খবর সংগ্রহে ব্যস্ত ছিলেন শিরীন। তখনই তাঁর মাথা লক্ষ্য করে গুলি করা হয় বলে জানান সহকর্মী নিদা ইব্রাহিম। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই সাংবাদিকের। ইজরায়েলি হানায় গুরুতর জখম হন আলি সামৌদি নামে জেরুজালেমের আরও এক সাংবাদিক। তাঁর পিঠে গুলি লাগে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইব্রাহিম জানান, যাঁরা শিরীনের সঙ্গে এতদিন কাজ করেছেন, তাঁদের কাছে এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার নিন্দা করার কোনও ভাষা নেই। কাঁদতে কাঁদতে ইব্রাহিম বলেন, সাংবাদিক মহলে শিরীনের তুমুল জনপ্রিয়তা ছিল। ২০০০ সাল থেকে তিনি আল জাজিরার হয়ে কাজ করছিলেন। অতীতে অনেক কঠিন যুদ্ধ পরিস্থিতির মধ্যে তিনি ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন।

স্থানীয় সূত্রের খবর, তাঁর শরীরে প্রেস লেখা পোশাক ছিল। মাথায় হেলমেটও ছিল। তা সত্ত্বেও ইজরায়েলের হানাদাররা তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*