মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য ২০২১-এ নোবেল শান্তি পুরস্কার পেলেন দুই সাংবাদিক

Spread the love

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার চেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কার পেলেন মারিয়া রেসা, দিমিত্রি মুরাতভ। শান্তি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটির সভাপতি বেরিট রিস-এন্ডারসেন বলেন, রেসা মতপ্রকাশের স্বাধীনতা প্রয়োগ করে তাঁর জন্মভূমি ফিলিপিনে ক্ষমতার অপব্যবহারের বিষয়টিকে প্রকাশ্যে এনেছেন।

উল্লেখ্য, ২০১২ সালে, রেসা তদন্তকারী সাংবাদিকতার স্বার্থে একটি ডিজিটাল মিডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন। এদিকে দিমিত্রি আন্দ্রেইভিচ মুরাতভ নোভাজা গাজেটা নামক সংবাদপত্র প্রতিষ্ঠাতা করেন রাশিয়ায়। নোবেল কমিটির মতে, আজ এই সংবাপত্রটি সেই দেশের সবচেয়ে স্বাধীন সংবাদপত্র। কমিটি বলেছে যে মুরাতো কয়েক দশক ধরে রাশিয়ায় ‘ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে’ বাকস্বাধীনতা রক্ষা করে চলেছেন।

নোবেল কমিটি জোর দিয়ে বলে যে স্বাধীন, এবং সত্য-ভিত্তিক সাংবাদিকতা ক্ষমতার অপব্যবহার, মিথ্যা এবং যুদ্ধের প্রচার থেকে রক্ষা করার কাজ করে। কমিটির তরফে আরও বলা হয়েছে যে, গণতন্ত্র এবং যুদ্ধের বিরুদ্ধে সুরক্ষার জন্য মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্যের স্বাধীনতা গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*