ধর্মতলায় আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

গোটা রাজ্যে এখন উৎসবের আমেজ। রাস্তায় ঢল নেমেছে মানুষজনের। এখন এই উৎসবের মধ্যেই চলছে আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং আমরণ অনশন। ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। টানা অনশনে অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি। প্রভাব পড়েছে কিডনি ও লিভারে, দাবি আর জি কর মেডিক্যালের চিকিৎসক সৈকত নিয়োগীর। আর জি কর মেডিক্যালে প্রস্তুত রাখা হয়েছে ICU। প্রস্তুত রয়েছে অ্যাম্বুল্যান্সও, কিন্তু হাসপাতালে যেতে নারাজ অনিকেত। অনশনরত বাকি চিকিৎসকদেরও শারীরিক অবস্থার অবনতি।

টানা অনশনের জেরেই শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এখন সাতজন অনশন চালাচ্ছেন। ১০০ ঘণ্টা ছাড়িয়ে গিয়েছে। জুনিয়রদের পাশে আছেন সিনিয়ররাও। আজ বৃহস্পতিবার তাঁরা সকাল থেকে ধর্মতলায় জুনিয়রদের সঙ্গেই প্রতীকী অনশনে বসেছেন। ১২ ঘণ্টা না খেয়ে থাকবেন তাঁরা। মহাষষ্ঠীর রাতে স্বাস্থ্যভবনের বৈঠক ফলপ্রসূ হয়নি। তাই মহাসপ্তমীর সকাল থেকেই ধর্মতলার অনশন মঞ্চ সরগরম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*