প্রত্যেক বছরের মতো এ-বছরও রাজ্য বিধানসভায় পালন করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন। অন্যান্য বছর জ্যোতি বসুর জন্মদিনে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত থাকেন বাম বিধায়করাও। তবে বিধানসভায় এবারই প্রথম যখন জ্যোতি বসুর জন্মদিনে নেই বামেদের কোনও প্রতিনিধি । আর এই ঘটনাতেই তৈরি হয়েছে শূন্যতা।
স্বাধীনতার পর এই প্রথমবার বিধানসভায় নেই বামেদের কোনও প্রতিনিধি। এক সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালনের জন্য বিশেষ উদ্যোগ দেখা যেত বাম বিধায়কদের মধ্যে। তবে এবার সেই সব চিত্র উধাও রাজ্য বিধানসভার অন্দরে। এ বছর জ্যোতি বসুর জন্মদিনে বিধানসভায় তাঁকে শ্রদ্ধা জানান, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক নির্মল মাঝি, ইদ্রিস আলি প্রমুখরা।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক মিহির গোস্বামী সহ অন্যান্য বিজেপি বিধায়করা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সব মিলিয়ে চলতি বিধানসভায় জন্মদিনে জ্যোতি বসু আছেন, তবে বিধানসভায় নেই বামেদের কোনও প্রতিনিধি।
Be the first to comment