রোজদিন ডেস্ক :- গুরুতর অসুস্থ রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, দিন পাঁচেক আগে জেলেই অসুস্থ হয়ে পড়েন তিনি। নাক,মুখ দিয়ে রক্ত বেরতে থাকে। সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের ধারে নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থায় বেশ কিছুটা সংকটজনক ছিল বলে জানা গিয়েছে। তবে বর্তমানে খবর, জ্যোতিপ্রিয় মল্লিক আপাতত স্থিতিশীল।
আজ, বৃহস্পতিবার তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই তাঁর অসুস্থতার কথা জানিয়েছেন তাঁর আইনজীবীরা। এর আগে অসুস্থ অবস্থায় দীর্ঘ সময় এসএসকেএম হাসপাতালে কাটিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সেই অসুস্থতা নিয়ে বিতর্কও কম হয়নি। পরে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারের ভিতরে আচমকা অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর নাক-মুখ থেকে রক্তক্ষরণ হতে থাকে বলে জানা যায়। তাঁর প্রেশার বেড়ে গিয়েছে। হাইপারগ্লাইসিমিয়ায় ভুগছেন তিনি। জেলে প্রাথমিক চিকিৎসার পর জ্যোতিপ্রিয় মল্লিককে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা হয় বরাবর। চিকিৎসকরা জানিয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের কিডনি, ডায়বেটিসের সমস্যা রয়েছে। পাশাপাশি তাঁর শরীরের একাধিক জটিল সমস্যা ধরা পড়েছে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল ইডি। গ্রেফতারির পর থেকেই তাঁর একাধিক শারীরিক সমস্যার কথা উঠে এসেছে। গ্রেফতারি পরবর্তী সময়ে বেশ কয়েক বার তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কখনও রক্তচাপের সমস্যা, কখনও বুকে ব্যথা অনুভব করার কারণে তাঁকে নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে। কখনও এসএসকেএম হাসপাতালে, কখনও আবার জ্যোতিপ্রিয়ের পছন্দের বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছে।
উল্লেখ, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায় জামিনের আবেদনে আজ ফের আপত্তি জানিয়েছে ইডি। অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করা হয়েছিল জ্যোতিপ্রিয়ের তরফে। বৃহস্পতিবার বিশেষ আদালতে এই আবেদনেই আপত্তি জানিয়েছে ইডি। তারা জ্যোতিপ্রিয়র হাসপাতালে ভর্তির কথা জানতও না বলে আদালতে জানিয়েছে৷ এছাড়াও আদালতে তাদের তরফে রিপোর্টও পেশ করা হয়েছে। যার শুনানি হবে আগামী ২০ নভেম্বর।
Be the first to comment