কাবুলে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

An Afghan security force member stands at the site of a car bomb attack in Kabul on May 31, 2017. At least 40 people were killed or wounded on May 31 as a massive blast ripped through Kabul's diplomatic quarter, shattering the morning rush hour and bringing carnage to the streets of the Afghan capital. / AFP PHOTO / SHAH MARAI
Spread the love

বিস্ফোরণের জেরে মৃত্যু হল কমপক্ষে ১৮ জনের৷ আহত হয়েছেন ৫০ জনেরও বেশী মানুষ। আফগানিস্থানের রাজধানী কাবুলের ঘটনা৷ কাবুলের একটি রেস্তোরাঁয় আত্মঘাতী হামলা হয়েছে বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা দেড়টা নাগাদ কেঁপে ওঠে কাবুলের লাব ই জার চত্বর৷ এখানে একটি রেস্তোরাঁয় হামলা চালানো হয়৷ বিস্ফোরণের পর বাইরে ছড়িয়ে পড়ে বেশ কয়েকজনের ছিন্নভিন্ন দেহ৷ বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা৷ রেস্তোরাঁটির অবস্থা ভয়াবহ৷ এদিকে বিস্ফোরণের পর কাবুল জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট৷ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*