কাবুলে গুরুদ্বারে জঙ্গি হানা-বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২

Spread the love

জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। শনিবার সকালে কাবুলের বাটখাক স্কোয়ারে গুরুদ্বারের পাশে জোরালো বিস্ফোরণ ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, আচমকা গুরুদ্বারে একদল জঙ্গি হামলা চালায়। গুরুদ্বারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। এর পর কয়েকটি বিস্ফোরণ ঘটায় তারা। বেশ কয়েকজনকে পণবন্দি করেছে দুই হামলাকারী। কতজনের মৃত্যু হয়েছে বা কতজন জখম হয়েছেন, তা এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুরুদ্বারের গেটের বাইরে বিস্ফোরণে অন্তত দুই আফগান নিহত হয়েছেন। পণবন্দিদের জীবিত অবস্থায় তাদের উদ্ধার করতে অভিযান শুরু করেছে তালিবানের বাহিনী। প্রাথমিক অনুমান, পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে) এই হামলার নেপথ্যে রয়েছে। গুরুদ্বার দশমেশ পিতা গুরু গোবিন্দ সিং কার্তে পারওয়ানের সভাপতি গুরনাম সিং জঙ্গি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুদ্বারে বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, গোটা ঘটনার উপর নজর রাখছে কেন্দ্র। প্রতি মুহূর্তের পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে। আফগান হিন্দু ও শিখদের উপর হামলার ঘটনা অবশ্য নতুন নয়। ২০২১ সালের ১৫ অগস্ট কাবুল দখল করে তালিবান। সেই সময় বহু শিখ ধর্মাবলম্বী সেদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। যদিও তালিবান আশ্বাস দিয়েছিল, শিখদের কোনও ক্ষতি হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*