কাবুল বিমানবন্দরে হামলায় মৃত কমপক্ষে ৭২

Spread the love

কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হলো কমপক্ষে ৭২ জনের ৷ বিস্ফোরণের কথা প্রথমে জানিয়েছিল পেন্টাগন। এদের ৬০ জন আফগান। ১২ জন মার্কিন সেনা ৷ প্রথমে পেন্টাগনের পক্ষে হতাহতের তথ্য জানানো না হলেও পরে রাশিয়ার তরফে জানানো হয় মৃতের সংখ্যা ১৩ ৷ যদিও পরে সেই সংখ্যা ৭২-এ পৌঁছয়।

বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়ে ছিলেন, এদিনের বিস্ফোরণে বেশ কয়েকজন আমেরিকান সেনা নিহত হয়েছেন ৷ বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে তার সংখ্যা নিয়ে তিনি কিছু জানাননি তখন। হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণের চেষ্টা চলছে বলে জানান তিনি ৷ পেন্টাগনের তরফে জানানো হয়েছিল যে ‘বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন’, তবে ঘটনায় তাদের ট্রুপ জড়িত ছিল বলে আনুষ্ঠানিক ভাবে জানায়নি তারা ৷ পরে জানায় যায় ১২ মার্কিন সেনার মৃত্যু হয়েছে ৷

বৃহস্পতিবারের ঘটনার পর রাশিয়ার বিদেশমন্ত্রকের তরফে প্রথম হতাহতের সংখ্যা জানানো হয়েছিলো। রাশিয়ার দাবি ছিল, জোড়া বিস্ফোরণে তখনও পর্যন্ত মোট ১৩ জনের মৃত্যু হয়েছে ৷ আরও ১৫ জন আহত হয়েছেন। পরে মৃতের সংখ্যা বাড়ে। মার্কিন সূত্রে জানা যাচ্ছে, বিস্ফোরণে আমেরিকান কর্মীরা আহত হয়েছেন পাশাপাশি কারবি লেখেন, আমরা নিশ্চিত করতে পারি যে অ্যাবি গেটে বিস্ফোরণটি একটি জটিল আক্রমণের ফলাফল। অনেক মার্কিন-সহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আমরা অ্যাবি গেট থেকে অল্প দূরত্বে ব্যারন হোটেলে বা তার কাছাকাছি কমপক্ষে আরেকটি বিস্ফোরণ নিশ্চিত করতে পারি। আমরা পরবর্তী আপডেট দিতে থাকব ৷

একই সঙ্গে বিমানবন্দরে অপেক্ষমান-প্রত্যক্ষদর্শী আফগান আদম খান জানান, বিমানবন্দরে প্রবেশের মুখে অপেক্ষারত মানুষের ভিড়ের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে । বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন ৷ বিস্ফোরণের চোটে অনেকের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গও আলাদা হয়েছে গিয়েছে ।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির নিরিখে কাবুল বিমানবন্দরে এমন বিস্ফোরণের আশঙ্কার কথা পশ্চিমি দেশগুলো তরফে আগেই জানানো হয়েছিল ৷ মানুষকে বিমানবন্দরটি পারতপক্ষে এড়ানোর চেষ্টা করার কথাও বলা হয়েছিল ৷ বিমানবন্দরের এক আধিকারিক আত্মঘাতী বোমা বিস্ফোরণের আশঙ্কাও ব্যক্ত করেছিলেন ৷ তারপরই এদিন এই ঘটনা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*