রাজ্যে প্রবল কালবৈশাখীর তাণ্ডবের বলি দুই। কলকাতায় ঝড়বৃষ্টির জেরে কলেজ স্ট্রিট এলাকায় গাছ ভেঙে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এদিকে, বর্ধমানেও গাছ ভেঙে এক ১৪ বছরের বালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরেই শহরে ঘনিয়ে আসে আঁধার। বিকেল হতে না হতেই ঘন কালো মেঘে ছেয়ে যায় শহরের আকাশ। মধ্য ও দক্ষিণ কলকাতা জুড়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। সঙ্গে চলে বজ্রপাত। তুমুল বৃষ্টির জেরে কলকাতার একাধিক এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে।
শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে বলে খবর। দেশপ্রিয় পার্ক, সাদার্ন অ্যাভিনিউ, লেক মার্কেট এলাকায় গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। এদিকে, যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রেস বক্সের একাংশ ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। অফিস ফেরত যাত্রীদের তুমুল বৃষ্টিতে রাস্তায় আটকে পড়েছেন। প্রিন্স আনওয়ার শাহ রোড, লর্ড সিনহা রোড থেকে শুরু করে আলিপুর, বেহালা তীব্র যানজট দেখা দিয়েছে। প্রবল ঝড়ে দৃশ্যমাণতা ক্ষীণ হওয়ায় গাড়ি যাতায়াতে সমস্যা হচ্ছে। টালিগঞ্জ-গড়িয়া মেট্রো পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও।
কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, মহানায়ক উত্তম কুমার এবং নেতাজি মেট্রো স্টেশনের মাঝে আপ লাইনে একটি গাছ পড়ে গিয়েছে। এর জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। আপাতত টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। বিকেল ৪টে বেজে ৪০ মিনিট থেকে পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। যদিও দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে। বিকেল সাড়ে পাঁচটার পর থেকে ফের টালিগঞ্জ এবং নিউ গড়িয়ার মাঝে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে খবর।
অন্যদিকে, বিঘ্ন ঘটেছে ATK মোহনবাগান বনাম বসুন্ধরা কিংসের ম্যাচ। এই ম্যাচে প্রথম ১৩ মিনিট খেলা হওয়ার পরই প্রচন্ড ঝড় ওঠে। সেই ঝড়েই বেসামাল হয়ে যায় যুবভারতীয় ক্রীড়াঙ্গন। এরপর কার্যত বাধ্য হয়ে সাময়িক বন্ধ করে দিতে হয় এই ম্যাচ।
এদিকে, বর্ধমান শহরে হঠাৎ আসা কালবৈশাখীর জেরে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। মৃতের নাম সেখ আলিসান (১৪)। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের হরেরডাঙা এলাকায়। তীব্র বেগে ঝড়ের জেরে গাছ পরার ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। তাঁদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে উদ্ধার কাজে নেমে পরেছেন বর্ধমান-দক্ষিণের বিধায়ক খোকন দাস। বড় বড় গাছে কেটে সরানোর কাজের তদারকি করছেন তিনি, রয়েছে বর্ধমান থানার পুলিশ ও দমকল বিভাগ।
Be the first to comment