ফের মেট্রোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। শুক্রবার সকাল ১০.২৮ নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনে কবি সুভাষগামী ডাউন লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এর ফলে আপ ও ডাউন দুই লাইনেই মেট্রো চলাচল বিঘ্নিত হয়। ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত ট্রেন চলাচল করে। পরে অবশ্য মেট্রো চলাচল স্বাভাবিক হয়। এর জেরে অফিস টাইমে যাত্রীরা ভোগান্তিতে পরেন। আপ-ডাউন দুই লাইনেই ছিল ব্যাপক ভিড়।
ঠিক দিন তিনেক আগেই সোমবার বেলা ১ টা নাগাদ গিরীশ পার্ক মেট্রো স্টেশনে এক মহিলা আত্মহত্যার চেষ্টা করেন। তিনিও কবি সুভাষগামী ডাউন লাইনের ট্রেনের সামনে ঝাঁপ দেন। মেট্রো যাত্রীদের বয়ান অনুযায়ী, কবি সুভাষগামী একটি মেট্রো দুপুর ১২টা ৪০ মিনিটে গিরিশ পার্ক স্টেশনে ঢোকে৷ তখন রেকটির ভালোই গতি ছিল৷ আচমকাই রেকের সামনে ঝাঁপ দেন এক মহিলা৷ ওই ঘটনায় স্তম্ভিত হয়ে যান মেট্রোর যাত্রীরা।
প্রায় ৫৫ বছর বয়সি ওই মহিলাকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দিন এমন ঘটনা ঘটার ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে মেট্রো স্টেশনের সুরক্ষা নিয়ে।
Be the first to comment