ভোটমুখি বাজেটে ‘কল্পতরু’ নির্মলা, বিহারের জন্য দরাজ হস্ত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কেন্দ্রীয় বাজেটে ঢালাও বরাদ্দ বিহারের জন্য। শনিবার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি এদিন ঘোষণা করেছেন, দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরি হবে। এর মধ্যে বিহারে হবে তিনটি। এছাড়া সম্প্রসারিত হবে পাটনা বিমানবন্দর। এজন্য বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

সেই সঙ্গে নির্মলা জানিয়েছেন, নীতীশ কুমারের রাজ্যে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি। পাশাপাশি রাজ্যটির জন্য করা হচ্ছে মাখানা বোর্ডও।
এবারের বাজেট পেশে নির্মলার পরনে রয়েছে সাদা ও সোনালি পাড়ের মধুবনী শাড়ি। মধুবনী শিল্পের প্রতি সম্মান জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই সাজ বলে মনে করা হচ্ছে। শাড়িটি বিহারের শিল্পী পদ্মশ্রী দুলারিদেবীর তৈরি।
তবে রাজনৈতিক মহল বলছে, বিহারের মানুষের মনজয়ের লক্ষ্যেই এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঢালাও বরাদ্দ ঘোষণা করেছেন। কারণ চলতি বছরের অক্টোবর, নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*