বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করল স্করপেন ক্লাস সাবমেরিন আইএনএস কালভারি। ভারতীয় নৌবাহিনীর প্রোজেক্ট-৭৫ এর অংশ এই সাবমেরিন। এই প্রকল্পে মোট ৬টি স্করপেন শ্রেণির সাবমেরিন তৈরি করছে মাজাগন ডক লিমিটেড। ২০২০ সালের মধ্যে বাকি ৫টি সাবমেরিন নৌবাহিনীর হাতে তুলে দেওয়া কথা আছে ওই সংস্থাটির। এই মুহূর্তে ভারতের হাতে ১৫টি সাবমেরিন আছে। ৬টি স্করপেন শ্রেণির সাবমেরিনের জন্য ৩ বিলিয়ন ডলার খরচ করছে ভারতীয় নৌবাহিনী।
প্রসঙ্গত, ২০০৬ সালের ডিসেম্বর মাসে আইএনএস কালভারির কাজ শুরু হয়েছিল। এর দৈর্ঘ্য ৬৭.৫ মিটার এবং উচ্চতা ১২.৩ মিটার। ওজন ১৫৬৫ টন। অত্যন্ত আধুনিক নন নিউক্লিয়ার এই সাবমেরিনে রয়েছে ডিজেল-ইলেকট্রিক মোটর। জলের তলায় এর হদিশ পাওয়াও খুব কঠিন বলে জানা গেছে। দ্বিতীয় সাবমেরিন আইএনএস খাণ্ডেরিরও এই মুহূর্তে ট্রায়াল চলছে বলে খবর।
সমুদ্রপথে জঙ্গি কার্যকলাপ, মাদক পাচারের মতো বিষয় শুধু ভারতেরই নয়, প্রতিবেশী দেশগুলির কাছেও চ্যালেঞ্জ। সন্ত্রাসবাদ মোকাবিলা, জলদস্যু ঠেকাতে, মাদক পাচার রুখতে ভাল কাজ করছে ভারত। বৃহস্পতিবার নৌবাহিনীর অনুষ্ঠানে এভাবেই প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বইয়ে নৌবাহিনীতে আইএনএস কালভরি সামিল করলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, এটাই মেড ইন ইন্ডিয়া উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ।
Be the first to comment