আপ কল্যাণী সীমান্ত লোকালে আগুন। শনিবার সন্ধ্যে সাড়ে ৭টার সময় শিয়ালদহ ছাড়ার পরই লোকাল ট্রেনটিতে আগুন লেগে যায়। ট্রেনের প্যানেল বোর্ডে আগুন দেখা যায়। দুর্ঘটনার জেরে দমদমে দাঁড়িয়ে পড়ে কল্যাণী সীমান্ত লোকাল। আতঙ্কে মাঝপথেই নেমে পড়েন যাত্রীরা। এর পরই দমদমে দাঁড়িয়ে পড়ে কল্যাণী সীমান্ত লোকাল। আতঙ্কের জেরে বহু যাত্রী মাঝপথেই নেমে পড়েন। যদিও প্রশ্ন উঠছে, আচমকা ট্রেনে আগুন লাগল কেন? জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে গিয়েছিল কল্যাণী সীমান্ত লোকালে। ট্রেনের ডিস্ট্রিবিউশন বক্সে আগুন লেগে গিয়েছিল এদিন।
বিষয়টি চোখে পড়া মাত্রই সতর্ক হয়ে যায় রেল। যাত্রীদের নামিয়ে ট্রেনটি খালি করে GRP। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তড়িঘড়ি আগুন নেভানো হয়। দ্রুত পদক্ষেপ করায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কোনও হতাহত বা আহতের খবর আসেনি। ট্রেনটি আপাতত দমদমে আছে। শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচলও স্বাভাবিক বলে জানা গেছে।
Be the first to comment