মঙ্গলবার দুপুর দুটোয় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথের সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২০ মিনিট এই বৈঠক চলে। তবে কি ২০২৪ সালের রণকৌশল সাজাতেই এদিনের বৈঠক? এদিন বৈঠকের পর কমল নাথকে বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের বলেন, ২০২৪ নিয়ে নিয়ে কোনও কথা হয়নি। এই প্রসঙ্গে যা বলার দলনেত্রী বলবেন’। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে কমলনাথ জানান, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে এসেছিলাম। মূল্যবৃদ্ধি , দেশের আইন কানুনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ‘২০২৪-এর আগে তৃণমূলের সঙ্গে জোট হবে কিনা তা নিয়ে কথা বলবেন দলের নেতারা। আমাদের দীর্ঘদিনের পরিচয়। সেই সুবাদেই এই সৌজন্য সাক্ষাৎকার।’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় কমলনাথের কণ্ঠে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যদি মানুষ সঙ্গে থাকে তাহলে যে কোনও শক্তিকে রোখা যায়।’
কমল নাথ এদিন আরও বলেন, বিজেপিকে হারানোর ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। জোটের বিষয়ে আলোচনা করবেন সোনিয়া গান্ধী আগামিকাল সকালে সোনিয়ার সঙ্গে বৈঠক করবেন মমতা।
পাশাপাশি এদিন নয়াদিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান কংগ্রেস নেতা আনন্দ শর্মা। আর অভিষেকের সঙ্গে সাক্ষাতের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা। মমতাকে হাতে পুষ্পস্তবক তুলে দেন তিনি।
Be the first to comment