দুর্ঘটনার পরই কামারকুণ্ডু উড়ালপুলের নিরাপত্তায় জোরদার ব্যবস্থা

Spread the love

উদ্বোধনের কয়েকঘণ্টা পরই সিঙ্গুরের কামারকুণ্ডু উড়ালপুলে এক বাইক আরোহীর মৃত্যুতে টনক নড়ল জেলা ট্র্যাফিক পুলিসের৷ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুর পর উড়ালপুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে থাকে ৷ এরপর শনিবার সকাল থেকেই উড়ালপুলের নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেয় ট্র্যাফিক পুলিস ৷ সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে উড়ালপুলে ফাইবারের কোণা অস্থায়ী ভাবে বসানো হল ৷ গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে এই ব্যবস্থা ৷

এদিন উড়ালপুলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ডিএসপি হেডকোর্য়াটার আফজল আব্রার ৷ তিনি বলেন, নতুন উড়ালপুলে দ্রুতগতিতে বাইক চালানোর নেশা থাকে কমবয়সীদের ৷ গতকাল একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ৷ আর যাতে এমনটা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এটি দু-লেনের ফ্লাইওভার ৷ কেউ ওভারটেক করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল৷ তাই রাস্তার মাঝে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ ওভারটেক করতে না পারে ৷

শুক্রবার দুপুরে সিঙ্গুরের কামারকুণ্ডু উড়ালপুলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপরই সাধারণের জন্য খুলে দেওয়া হয় সেটি ৷ এর কয়েকঘণ্টা বাদেই বাইক দুর্ঘটনায় জখম হন দু’জন ৷ জানা যায় ফ্লাইওভারে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তখন বাইক থেকে ছিটকে পড়েন দুই আরোহী ৷ তাদের মধ্যে একজন গুরুতর জখম হন ৷ তাঁর শরীর থেকে রক্ত চুঁইয়ে পড়তে থাকে ৷ দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ৷ সেখানে একজন মারা যান ৷ পুলিস জানিয়েছে, নিহতের নাম তরুণ মোদক (৫০) ৷ বাড়ি মধ্য হিজলায়৷ গুরুতর জখম আরেকজনকে সিঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*