অমৃতা ঘোষ :-
সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে আরজি কর নিয়ে নিজের করা মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তৃণমূল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক। ৬ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওয় কাঞ্চনকে বারে বারে ক্ষমা চাইতে দেখা গেছে। যদিও এটা হয়েছে তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরে।
কাঞ্চন এও বলেন, “ক্ষমার চেয়ে বড় কিছু হয় না। আমি সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি।” মঙ্গলবার সকালে নিজের ফেসবুক ওয়ালে কাঞ্চনের সহকর্মী অভিনেতা দেবলীনা দত্ত লিখেছেন, ‘ক্ষমা চাওয়ার মধ্যে রাজনীতি! একেবারে অচেনা হয়ে গেলি!’
যদিও দেবলীনা সরাসরি কারও নাম উল্লেখ করেননি। তবে অনেকেই মনে করছেন কাঞ্চনকে উদ্দেশ্য করেই এই পোস্ট অভিনেত্রীর।
প্রসঙ্গত, সোমবার মধ্যরাতে কাঞ্চন দাবি করেছিলেন, “যেদিন আইএমএ-র স্ট্রাইক চলছিল, সেদিন আমার এক ভাতৃপ্রতিম বন্ধুর মায়ের ইন্টারন্যাল হেমারেজ হয়েছিল। সে আমার সাহায্য চেয়েছিল। কিন্তু কিছু করে উঠতে পারিনি। পরে ও ফোন করে বলে, ‘আর সাহায্য লাগবে না। মা আর নেই।’ ওই ঘটনায় আমি খুব শকড হয়েছিলাম।” ওই প্রসঙ্গ টেনে শ্রীময়ীও নিজের পোস্টে বোঝাতে চেয়েছেন, কেন সেদিন মেজাজ হারিয়েছিলেন কাঞ্চন।
Be the first to comment