সমাধান বেত আর স্বৈরতন্ত্রই একমাত্র পথ, কৃষি আইন বাতিলে প্রতিক্রিয়া কঙ্গনার

Spread the love

দুঃখজনক, লজ্জাজনক, একেবারেই অন্যায্য ৷ কৃষি আইন প্রত্যাহার করার কেন্দ্রীয় সিদ্ধান্তে এভাবেই হতাশা প্রকাশ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া জানান জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী.

বলিউড থেকে রাজনীতি – প্রায় সব বিষয়েই মুখ খুলতে অভ্যস্ত কঙ্গনা রানাওয়াত এবং তাঁর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় ওঠাও এখন খুব চেনা ছবি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করার পর, ইনস্টাগ্রাম স্টোরিতে এই নিয়ে প্রতিক্রিয়া জানান কঙ্গনা ৷ তিনি একজনের টুইট তুলে ধরে ইনস্টা স্টোরিতে লেখেন, “দুঃখজনক, লজ্জাজনক, একেবারেই অন্যায্য ৷ সংসদে নির্বাচিত সরকারের বদলে যদি রাস্তার লোকেরাই আইন তৈরি করতে শুরু করে, তাহলে এটা একটি জিহাদি দেশ ৷ যাঁরা এ রকমটা চেয়েছিলেন, তাঁদের অভিনন্দন ৷”

পরের পোস্টে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবির উপরে মণিকর্ণিকা স্টার লেখেন, “দেশের বিবেক যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন একমাত্র সমাধান হল বেত, এবং স্বৈরতন্ত্র হল একমাত্র পথ…শুভ জন্মদিন ম্যাডাম প্রধানমন্ত্রী ৷” আজই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর ১০৪তম জন্মবার্ষিকী ৷

এর আগেও কৃষি আইন বাস্তবায়নের পক্ষে দাঁড়িয়েছিলেন কঙ্গনা রানাওয়াত ৷ পপ তারকা রিয়ানা কৃষকদের সমর্থনে টুইট করায় তাঁকে একহাত নিয়েছিলেন কুইন অভিনেত্রী ৷ আন্তর্জাতিক গায়িকাকে তীব্র আক্রমণ করে তিনি লিখেছিলেন, “পপ গায়িকা রিয়ানা মোৎজার্ট নন ৷ তাঁর ক্লাসিক্যাল কোনও জ্ঞান নেই ৷ তাঁর কণ্ঠস্বরও বিশেষ কিছুই নয় ৷ ১০ জন খ্যাতনামা উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী একসঙ্গে বসলে প্রত্যেকেই বলবেন যে, কীভাবে গানটা গাইতে হয় রিয়ানা সেটাও জানেন না…রিয়ানা একজন পর্ন গায়িকা ৷ আপনার প্রতিভা থাকলে আর অন্য কিছু করার দরকার পড়ে না ৷” এই টুইট করার কিছু সময় পরেই কঙ্গনাকে নিষিদ্ধ বলে ঘোষণা করে টুইটার ৷ ব্লক করে দেওয়া হয় তাঁর অ্যাকাউন্ট ৷

শুক্রবার সকালে কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণে বলেন, “কৃষি বাজেট পাঁচগুণ বেড়েছে ৷ এই বাজেটে বছরে ১.২৫ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে ৷ এই তিনটি আইনের লক্ষ্য ছিল কৃষকদের, বিশেষ করে ছোট কৃষকদের ক্ষমতা বাড়ানো ৷ কৃষকদের স্বার্থে আইনগুলি আমরা প্রয়োগের পরিকল্পনা করেছিলাম কিন্তু একশ্রেণির কৃষকদের বোঝাতে পারিনি ৷ তাই আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি ৷ সংসদের আগামী অধিবেশনে সেগুলি বাতিল করার ব্যবস্থা করা হবে ৷”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*