পরীক্ষার হলে পিন পতনের নীরবতা ৷ পরীক্ষার্থীরা মন বসানোর চেষ্টা করছেন ৷ কিন্তু সবারই চোখ চলে যাচ্ছে একজনের দিকেই ৷ কারণ তিনি তো পুরোদস্তুর সেজে ৷ তাও আবার বিয়ের সাজে ! নতুন বউকে দেখতে পরীক্ষার হলে অনেক উৎসুক চোখ ঘোরাঘুরি করছিল ৷ তবে নতুন বউয়ের মন ডুবেছে একেবারে পরীক্ষার খাতাতেই ৷ ঘটনা কর্ণাটকের হাসানের ৷
শ্বেতা ৷ সবেমাত্রই তার বিয়ে হয়েছে ৷ আর বিয়ে করেই সোজা তিনি চলে আসেন পরীক্ষা দিতে ৷ BCom ফাইনাল ইয়ারের পরীক্ষা দিতেই তিনি এসেছিলেন ৷ পরীক্ষার কিছু ঘণ্টা আগেই নবীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্বেতা ৷
পরিবার সূত্রের খবর তাঁদের এনগেজমেন্ট হয় ৬ই মে ৷ বিয়ে ঠিক হয় ১৮ই নভেম্বর ৷ শ্বেতার BCom-র কর্পোরেট অ্যাকাউন্ট ও লয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল ৩রা নভেম্বর ৷ পরীক্ষা শেষে বিয়ে হবে বলেই দিন ঠিক হয়েছিল ৷ কিন্তু নির্বাচনের ফলে পরীক্ষার দিন পিছিয়ে যায় ৷ বিয়ের দিনেই পরীক্ষার দিন ধার্য হয় ৷ কিন্তু তাতে কোন সমস্যাই হয়নি স্বেতার ৷ বিয়ে সেড়ে দিব্যি চলে আসেন পরীক্ষা দিতে ৷ তাঁকে পরীক্ষা কেন্দ্রে ছেড়ে দিয়ে যান স্বামী নবীনই ৷
Be the first to comment