কাশ্মীরে জঙ্গি-গুলিতে মৃত্যু স্কুল শিক্ষিকার

Spread the love

ফের জঙ্গিদের হাতে মৃ্ত্যু হল এক  শিক্ষিকার। কাশ্মীর জোনের পুলিস জানিয়েছে, কুলগাঁওয়ের গোপালপুরার একটি হাই স্কুলে ঢুকে শিক্ষিকাকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এই মাসেরই গোড়ার দিকে সরকারি কর্মী রাহুল ভাট-সহ দুই সাধারণ নাগরিককে গুলি করে খুন করা হয়। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের গুলিতে মারাত্মক জখম অবস্থায় ওই শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও বেসরকারি সূত্রে জানা গিয়েছে, তাঁর মৃত্যু হয়েছে। শিক্ষিকার পরিচয় জানা গিয়েছে। জম্মুর সাম্বা এলাকার বাসিন্দা রাজ কুমারের স্ত্রী রজনীবালা।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পিছনে কোন জঙ্গি সংগঠনের হাত রয়েছে, তা শীঘ্রই তদন্তে উঠে আসবে। বেশ কিছুদিন ধরেই কুলগাঁও অঞ্চলে পরপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মঙ্গলবার এই ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেন ওমর আবদুল্লা। টুইটে তিনি লেখেন, এই ঘটনা খুবই দুঃখজনক। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাগরিকদের খুন করা হচ্ছে। সরকার যতই বলুক, উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা থামবে না। এসব কথার কোনও মূল্যই নেই। সরকার মিথ্যে প্রতিশ্রুতির বুলি আওড়ে চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*