এসটিএফের বড় সাফল্য। পূর্ব বর্ধমান জেলায় উদ্ধার হেরোইন তৈরির কারখানা। সূত্র মারফৎ খবর পেয়ে শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া এলাকায় এসটিএফ তল্লাশি অভিযান চালায়। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমান হেরোইন। ঘটনায় কারখানার মালিক-সহ আটক করা হয়েছে চারজনকে।
সূত্রের খবর, এসটিএফের অভিযানে উদ্ধার হওয়া হেরোইন ও তৈরির সরঞ্জামের বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। দীর্ঘদিন ধরেই কাটোয়া রাজুয়ায় চলছিল হেরোইন তৈরির কারখানা। তা নজরে ছিল এসটিএফের।
স্থানীয় সূত্রে খবর, রাজুয়ার ওই বাড়িটি ছিল মূল অভিযুক্ত গোলাম মোশেখের। সে নিজেকে প্রাক্তন ভারতীয় নৌ-বাহিনীর আধিকারিক বলে পরিচয় দিত এলাকায়। তার বাড়িতে ভিন্ন জেলা থেকে হেরোইন তৈরির কারিগরেরা এসে হেরোইন তৈরি করত। জানা গিয়েছে, কাটোয়ার এই বাড়িতে মনিপুর-সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে থেকে এখানে হেরোইন তৈরির উপকরণ আসত।
Be the first to comment