দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে হামলা ৷ তাঁর মুখ নিশানা করে ছুঁড়ে মারা হলো লঙ্কার গুঁড়ো ৷ এমনটাই অভিযোগে সরগরম দিল্লির সচিব কার্যালয় ৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷
মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ৷ অন্যান্য দিনের মতই প্রশাসনিক কাজ দেখভালের জন্য কার্যালয়ে আসেন কেজরিওয়াল ৷ কাজ শেষে বেরোনোর মুখে আচমকাই হামলার মুখে পড়েন কেজরিওয়াল ৷ ঘটনার জেরে তুমুল হুলুস্থুলুর সৃষ্টি হয় কার্যালয় চত্বরে ৷ ধস্তাধস্তিতে কেজরিওয়ালের চশমাও ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, ধৃত হামলাকারীর নাম অনিল কুমার হিন্দুস্থানী ৷ আইপি এস্টেট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে ৷ গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে ৷ কি কারণে কেজরিওয়ালের উপর হামলা ? রাজনৈতির উদ্দেশ্য চরিতার্থ করতেই কি হামলা চালানো হয়েছে কেজরিওয়ালের উপর ? গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷
দেখুন ছবি-
Be the first to comment