লোকসভা ভোটের আগে ষষ্ঠবার কেজরিওয়ালকে তলব ইডির

Spread the love

লোকসভা ভোটের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রীতিমতো তাড়া করে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দিল্লির মদ কেলেঙ্কারিতে ষষ্ঠবারের জন্য কেজরিকে তলব করল ইডি। আগামী সোমবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে দিল্লির ইডি দপ্তরে।

এর আগে পাঁচ বার কেজরিওয়ালকে তলব করা হয়েছে। শেষবার তাঁকে তলব করা হয় জানুয়ারি মাসের শেষে। যদিও তাতে সাড়া দেননি কেজরিওয়াল। সেই সমনকে ‘বেআইনি’ বলে দাবি করে হাজিরা এড়িয়ে যান তিনি। আম আদমি পার্টি শুরু থেকেই দাবি করে আসছে, শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই।

কেজরিওয়াল নিজে বলছেন, ইডি তাঁকে যে সমন পাঠাচ্ছে সেটার আইনি বৈধতা নেই। এই বেআইনি সমনে হাজিরা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। আপ সূত্রের দাবি, ইডির ষষ্ঠ সমনেও হাজিরা দেবেন না দিল্লির মুখ্যমন্ত্রী। এবারেও হাজিরা এড়াবেন তিনি। ইন্ডিয়া জোটের তৎপরতার মাঝে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে আপের অন্দরে চোরাস্রোত বইছে। কিন্তু কেজরিওয়াল এসবের মধ্যেও সমন উপেক্ষা করে চলেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*