রোজদিন ডেস্ক :- সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন আম আদমি পার্টির আহ্বায়ক এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর দল রাজধানী দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে একাই লড়াই করবে। এবং কংগ্রেসের সঙ্গে কোনও জোটের সম্ভাবনা নেই। এভাবে কংগ্রেস ও আপ-এর মধ্যে জোটের গুঞ্জনকে কার্যত একপাশে সরিয়ে দিয়েছেন।
কেজরিওয়াল এবিষয়ে তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি বলেন, ‘আম আদমি পার্টি দিল্লিতে নিজেদের শক্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কংগ্রেসের সঙ্গে কোনও জোটের সম্ভাবনা নেই।’
প্রসঙ্গত গত কিছুদিন ধরে দিল্লিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য দুই দল (কংগ্রেস ও আপ) একসঙ্গে জোটবদ্ধ হবে বলে একটা গুঞ্জন চলছিল। গুজবে বলা হয়েছিল যে, বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য কংগ্রেস এবং আপ-এর জোটের সিদ্ধান্ত চূড়ান্ত হতে চলেছে। কিন্তু, সমস্ত গুজবকে দূরে সরিয়ে কেজরিওয়াল স্পষ্ট করে দিয়েছেন যে তাঁদের কংগ্রেসের সহযোগিতার দরকার হবে না।
তবে এটাই প্রথম নয় যে, কেজরিওয়াল কংগ্রেসের সঙ্গে যেতে অস্বীকার করেছেন। এর আগেও তিনি জানিয়েছিলেন, দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হবে না। কংগ্রেসও এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। দিল্লি প্রদেশ কংগ্রেসের প্রধান দেবেন্দর যাদব বলেছেন, দলটি জাতীয় রাজধানীর ৭০টি আসনের সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। তা সত্ত্বেও, অনুমান করা হয়েছিল যে, দুটি দল একত্রিত হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, কেজরিওয়াল পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট করার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন যে, তাঁর দল ১৩টি লোকসভা আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও দুই দলই হরিয়ানা বিধানসভা নির্বাচনে আসন বন্টনে ব্যর্থ হয়েছিল। এবার আপ নির্বাচনের জন্য একটি আক্রমণাত্মক প্রচার চালাচ্ছে, যেটিকে দলটি এক ধরনের গণভোট হিসাবে বিবেচনা করছে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আপ এখনও পর্যন্ত ৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
মঙ্গলবার কেজরিওয়াল শহরের অটোরিকশা চালকদের জন্য পাঁচটি গ্যারান্টি ঘোষণা করেন। এই গ্যারান্টিগুলির মধ্যে রয়েছে ১০ লক্ষ টাকার জীবন বীমা প্রকল্প, একটি মেয়ের বিয়ের জন্য ১ লক্ষ টাকা সহায়তা, হোলি ও দীপাবলিতে বছরে দুই বার ২৫০০ টাকা করে পোশাকের জন্য ভাতা এবং অটো চালকদের বাচ্চাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ।
Be the first to comment