ফের বাড়ল লকডাউনের সময়সীমা। আরও ১০ দিনের জন্য লকডাউন জারি থাকবে রাজ্যে। জানালেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শনিবার তিনি ঘোষণা করেন, আগামী ৯ জুন পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ জারি থাকবে। পাশাপাশি তিনি জানান, মল্লপুরম জেলায় তুলে নেওয়া হচ্ছে ত্রিপল লকডাউন।
এক্ষেত্রে তিনটি পদ্ধতিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। প্রথমত, একটি নির্দিষ্ট এলাকায় বাইরের থেকে আগত যানবাহন এবং মানুষের প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়। দ্বিতীয় পর্যায়ে, নির্দিষ্ট এলাকায় করোনা সংক্রমনের উপর ভিত্তি করে এলাকাগুলিকে নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়। অধিক সংক্রমণ প্রবণ এলাকাগুলিতে জারি থাকে কড়া লকডাউন। এক্ষেত্রে করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে বাইরে থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেদিকে দেওয়া হয় বিশেষ নজর। তৃতীয়ত, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এই এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে বার হওয়ার অনুমতি দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় কেরালায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫১৩ জন। সুস্থ হয়ে উঠেছে ২৮ হাজার ১০০ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৯৮ জনের।
এদিকে, লকডাউনের মেয়াদ বাড়াল গোয়াও। ৭ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, ৭ জুন পর্যন্ত জারি থাকবে কার্ফু। লকডাউনের বর্ধিত সময়কাল পর্যন্ত সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে মদ এবং মুদির দোকান। এছাড়াও ওষুধের দোকানগুলি সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।
Be the first to comment