প্রয়াত হকির কিংবদন্তি তারকা কেশব দত্ত; শোকপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস

Spread the love

ভারতীয় হকির জন্য দুঃসংবাদ। প্রয়াত হলেন ভারতীয় হকির কিংবদন্তি তারকা কেশব দত্ত। দু’বার অলিম্পিকসে সোনাজয়ী কেশব দত্ত, ভারত-চীন যুদ্ধের পর দান করেছিলেন মেডেল। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৫ বছর। ১৯৪৮ সালের স্বাধীন ভারতীয় দলে লন্ডন অলিম্পিকে সোনাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ভারত-চীন যুদ্ধের পর কেশব দত্ত নিজের মেডেল আর্মি ফান্ডে দান করেছিলেন। কেশব দত্ত স্বাধীনতার পর ১৯৪৮ আর ১৯৫২ সালে ভারতীয় দলকে অলিম্পিক্সে সোনা জয়ী দলের একজন উল্লেখযোগ্য সদস্য ছিলেন।

তবে কিংবদন্তি কেশব দত্তের শেষকৃত্য এখনই সম্পন্ন হচ্ছে না ৷ তাঁর মেয়ে ডেনমার্ক থেকে ফেরার পর শেষকৃত্য করা হবে ৷ তাঁর মরদেহ আপাতত পিস হাভেনে রাখা হয়েছে ৷ জানিয়েছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় ৷

অলিম্পিকে জোড়া সোনাজয়ী প্রাক্তন তারকার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেশববাবুর প্রতি শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “হকি বিশ্ব আজ এক ট্রু লেজেন্ডকে হারাল ৷ কেশব দত্তের প্রয়াণে দুঃখপ্রকাশ করছি ৷ ১৯৪৮ এবং ১৯৫২ সালে জোড়া অলিম্পিকসে সোনা জিতেছিলেন ৷ দেশ এবং বাংলার চ্যাম্পিয়ন তিনি ৷ তাঁর পরিবার এবং বন্ধুবান্ধবদের সমবেদনা জানাই ৷”

রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস শোকবার্তায় জানিয়েছেন ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিক আর ১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় হকি দলের সদস্য ছিলেন তিনি । ১৩ই মার্চ, ২০২০ সালে তাঁকে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে ” লাইফ টাইম অ্যাচিভমেন্ট ” পুরষ্কারে ভূষিত করা হয়। তাঁর প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত । আমি তাঁর পরিবারের সকলকে ও তাঁর গুণমুগ্ধদের আমার সমবেদনা জানাই ।

(অরূপ বিশ্বাসের শোকবার্তা)

প্রয়াত হলেন প্রাক্তন অলিম্পিয়ান ও প্রবাদপ্রতিম হকি খেলোয়াড় কেশব চন্দ্র দত্ত । ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিক আর ১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় হকি দলের সদস্য ছিলেন তিনি । ১৩ই মার্চ, ২০২০ সালে তাঁকে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে ” লাইফ টাইম অ্যাচিভমেন্ট ” পুরষ্কারে ভূষিত করা হয় । মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ।
তাঁর প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত । আমি তাঁর পরিবারের সকলকে ও তাঁর গুণমুগ্ধদের আমার সমবেদনা জানাই ।

অরূপ বিশ্বাস
যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী,
পশ্চিমবঙ্গ সরকার

১৯২৫ সালের ২৯ ডিসেম্বর পাকিস্তানের লাহোরে জন্ম হয় তাঁর ৷ ভারতীয় হকির স্বর্ণযুগের অংশ ছিলেন প্রাক্তন সেন্টার হাফব্যাক কেশব দত্ত ৷ ১৯৪৮ সালে অলিম্পিকসে স্বাধীন ভারতের প্রথম ঐতিহাসিক জয়ের অংশ ছিলেন তিনি ৷ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সেবার গ্রেট ব্রিটেনকে ৪-০ তে হারিয়ে দিয়েছিল ভারত ৷ এরপর ১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিকসেও সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ৷ ১৯৫০ সালে মোহনবাগানের হয়ে খেলার জন্য কলকাতায় চলে আসেন কেশব দত্ত ৷

ফুটবল না খেলেও ২০১৮ সালে মোহনবাগান রত্ন সম্মান পেয়েছিলেন কেশব দত্ত । সেই প্রথম ফুটবলের বাইরে কেউ মোহনবাগান রত্ন সম্মান পান ৷ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বয়স হলেও বাংলার হকির উন্নতির জন্য সবসময় গাইড করতেন । তার মৃত্যু বাংলার হকির পক্ষে বড় ক্ষতি। তার মেয়ে ডেনমার্ক থেকে আসছেন। তারপরই শেষকৃত্য হবে । কেশব দত্তর মরদেহ পিস হাভেনে রাখা হয়েছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*