গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের CCU-তে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনও চিকিৎসকরা কোনও মন্তব্য করেননি। শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে।
রবিবার খালেদা জিয়ার ব্যক্তিগত মেডিক্যাল দলের সদস্য জাহিদ হোসেন জানান, আপাতত হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। শনিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। BNP-র তরফে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা করা হচ্ছে খালেদা জিয়ার। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন খালেদা জিয়া। এর আগে ১২ অক্টোবর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ২৫ অক্টোবর তাঁর একটি অস্ত্রোপচারও হয়। চিকিৎসদের পরামর্শ মোতাবেক তাঁর বায়োপসিও করা হয়। প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসারত ছিলেন তিনি। এরপর গত ৭ নভেম্বর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
সূত্রের খবর, ডায়াবেটিস, চোখের সমস্যা সব নানান রোগে ভুগছেন তিনি। এদিকে এপ্রিল মাসে তাঁর শরীরে থাবা বসিয়েছিল করোনাভাইরাস। সেই সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মে মাসে তিনি করোনামুক্ত হন এবং কিছুদিন পরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। কিন্তু, করোনায় আক্রান্ত হওয়ার পর একাধিক শারীরিক জটিলতায় ভুগতে শুরু করেন তিনি। সেই রোগ থেকে মুক্তির জন্য চলছিল চিকিৎসাও। একসঙ্গে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
Be the first to comment