খালেদা জিয়া মুক্তি না পেলে দেশে একাদশ জাতীয় নির্বাচন হতেই দেব না। এই বলে বুধবার বাংলাদেশের হাসিনা সরকারকে হুমকি দিল বিএনপি। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এদিন ঢাকায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স চত্বরে দুঘন্টার অনশন কর্মসূচি পালন করেন বিএনপি নেতারা।
সেখানে দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন এক ভাষণে বলেন, দেশের জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দল একটি বিষয়ে একমত হয়েছে, পরবর্তী নির্বাচনকে হতে হবে অবাধ ও মুক্ত। আমরা মনে করি, বিএনপি নির্বাচনে অংশ না নিলে ভোটে সব পক্ষের প্রতিনিধিত্ব থাকবে না। খালেদা জিয়াকে মুক্ত করার পরেই আমরা নির্বাচনে অংশ নেব।
খন্দকার মোশারফ হোসেন অভিযোগ করেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। আমরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি। তিনি মুক্তি না পেলে গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে না। আমরা শক্তিশালী আন্দোলন গড়ে তুলে তাঁকে মুক্ত করব।
Be the first to comment