নাম বদল করা হলো রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের। রাজীব গান্ধীর বদলে পুরস্কারের নামের সঙ্গে যুক্ত হল ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যান চাঁদের। শুক্রবার টুইট করে এই নাম বদলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী জানান যে বেশ কয়েকদিন ধরেই তিনি বিভিন্ন মহলের তরফে খেল রত্ন পুরস্কারকে মেজর ধ্যান চাঁদের নামে করার আবেদন জানানো হয়েছিল। সেই দাবির প্রেক্ষিতেই এই নাম বদল বলে জানান তিনি।
এদিন টুইটে মোদী লেখেন, ‘ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক নাগরিকের কাছ থেকে আমি আবেদন পেয়েছি যাতে খেল রত্ন পুরস্কারের নামকরণ মেজর ধ্যান চাঁদের নামে করা হয়। যাঁরা আমাকে এই পরামর্শ দিয়েছেন, তাঁদের আমি স্বাগত জানাচ্ছি। তাঁদের আবেগকে সম্মান জানিয়ে এখন থেকে খেল রত্ন পুরস্কারকে মেজর ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার বলা হবে। জয় হিন্দ!’
বিশ্বের সেরা হকি খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন ধ্যান চাঁদ। বাইশ বছরের ঝকঝকে কেরিয়ারে (১৯২৬-৪৮) চারশোর বেশি আন্তর্জাতিক গোল করেছেন তিনি। ইউরোপীয় খবরের কাগজগুলি তাঁকে হকির জাদুকর তকমা দিয়েছিল। ১৯৩৬ সালে বার্লিনে, মিউনিখ অলিম্পিকে ভারতীয় হকি দল জার্মানিকে ৮-১ গোলে হারিয়েছিল। আজও তিনি স্মরণীয় হয়ে আছেন তাঁর গোল করার নজির এবং তিনটি অলিম্পিকে (১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬) হকিতে স্বর্ণপদকের জন্য। ১৯৭৯ সালের ৩ ডিসেম্বর লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
এদিকে এই বিষয়ে কংগ্রেসের তরফে সাংসদ কে সুরেশ বলেন, ‘এটা খুবই দুঃখের। রাজীব গান্ধী ভারতকে ২১ শতকে পথ প্রদর্শন করেন। তিনি যুব সমাজকে খেলাধুলো করতে অনুপ্রেরিত করেছিলেন। গেরুয়া রঙে রাঙাতেই এই পদক্ষেপ বর্তমান সরকারের। তাই অন্য নাম দিয়েছে তারা।’
Be the first to comment