রিপোর্টার- পিয়ালি আচার্য
ছবি- প্রশান্ত দাস
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শনিবার ছিল সমাপ্তি। এক কথায় বলা জায় মধুরেণ সমাপয়েত হলো আজ। নজরুল মঞ্চে এক ঝাঁক তারকার মাঝখানে বিভিন্ন বিষয়ে পুরষ্কার বিতরণ করা হল। তারমধ্যে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পেলো ‘দ্য থার্ড ওয়াইফ’ ছবিটি। যার পুরষ্কার মূল্য ৫১ লক্ষ টাকা। উৎসব কর্তাদের দাবি সারা ভারতে এরকম অর্থ কোনও চলচ্চিত্র উৎসব কমিটি দেয় না। ভিয়েতনামি পরিচালক অ্যাশ মেফেয়ার নিজেই এসে পুরষ্কার নিলেন।
সেরা পরিচালককে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার দেওয়া হয়। যার পুরষ্কারমূল্য ২১ লক্ষ টাকা। বেস্ট ডিরেক্টর আবু বক্কর সোয়াখি। ছবির নাম ‘জাজমেন্ট ডে’। প্রোডিউসারের নম ডায়না এমাম।
কিফের ডিরেক্টর মহুয়া বন্দ্যোপাধ্যায় এদিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাতে ১১ লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের জন্য তুলে দেন। এছাড়া তথ্য সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দনীল সেন চলচ্চিত্র জগতের কলাকুশলীদের সাহায্যার্থে মন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে ৭ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা তুলে দেন।
এছাড়াও জুড়ি স্পেশ্যাল মেনশন ফর অ্যাক্টরের পুরষ্কার পান কৌশিক গাঙ্গুলি। ছবির নাম ‘কেদারা’ (দ্য সং অফ সাইলেন্স)। ছবির পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। জুড়ি স্পেশ্যাল মেনশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে চূর্ণি গাঙ্গুলি পুরষ্কার পান। ছবির নাম তারিখ (এ টাইমলাইন)।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ফিরাহাদ হাকিম, মন্ত্রী ইন্দ্রনীল সেন। ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ, বিখ্যাত অভিনেত্রী টাব্বু ও পরিচালক সুজিত সরকার।
টাব্বু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই এমন ভালো অনুষ্ঠান করেন। আর এখন বুম্বাদা এর সঙ্গে যুক্ত। বুম্বাদার বয়স প্রতি বছর কী ভাবে কমে যাচ্ছে তা জানি না। উনি আমার বোনের সঙ্গে কাজ করেছেন। আমি আশা করছি সামনের বছর সিলভার জুবিলিতে আমি থাকতে পারব।
পরিচালক সুজিত সরকার বলেন, সামনের বছর চলচ্চিত্র উৎসবের ২৫ বছর। তাই সামনের বছর সকলের প্রত্যাশা অনেক বেশি। আশা করছি আগামী বছর সেরা ফেস্টিভ্যাল হবে।
দেখুন ছবি-
Be the first to comment