ভারসোভার শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল কেকে-র

Spread the love

পঞ্চভূতে বিলীন কেকে। ভারসোভার শ্মশানে তাঁর অন্ত্য়েষ্টি ক্রিয়া সম্পন্ন হল। ভক্তরা বললেন, ‘‘প্রিয় তারকা অমর থাকবেন তাঁর গানে।’’ বৃহস্পতিবার শিল্পীর অন্ত্যেষ্টি প্রক্রিয়ায় হাজির তাঁর সহকর্মীরা। হরিহরণ, শ্রেয়া, অলকা, সেলিম, অভিজিতের মতো তারকা সঙ্গীত শিল্পীরা দাঁড়িয়ে রয়েছেন ভারসোভার শ্মশানে। 

এদিন দুপুরে ভারসোভার মুক্তিধাম শ্মশানে জ্বললো শিল্পীর চিতা। চোখের জলে বাবাকে বিদায় জানালেন পুত্র নকুল এবং কন্যা তামারা। হরিহরণ এসেছিলেন সকালেই। পরে কেকে-কে শ্রদ্ধা জানাতে আসেন তাঁর মুম্বইয়ের সঙ্গীত জগতের সহকর্মীরা। শ্রেয়া ঘোষাল, অভিজিৎ ভট্টাচার্য, সেলিম মার্চেন্ট, অলকা ইয়াগনিক, অনুপ জালোটা। গায়কের শেষ যাত্রায় অগুনতি মানুষের ভিড়। ছিলেন অনুরাগীরা, বলিউডের সঙ্গীতজগতের বিশিষ্টরাও। 

বেশ কয়েক বছর আগেই এখানেই পঞ্চভূতে বিলীন হয়েছিলেন কে কে-র মা। মায়ের সঙ্গে দেখা করতেই যেন ভারসোভার দিকে এগিয়ে চললেন তিনি। ততক্ষণে শ্মশানের চিতা তৈরির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। কফিনবন্দি দেহটা আসতেই তৎপরতা বাড়ল নিরাপত্তারক্ষীদের। আরও সক্রিয় হয়ে উঠলেন অনুগামীরা। শেষ বারের জন্য আলবিদা জানাতে সকাল থেকেই তাঁরা ভিড় জমিয়েছিলেন মুম্বইয়ের এই শ্মশানে।

বেলা ১টা ৪৫। মুক্তিধামের সাজানো চিতাটায় আগুন জ্বলতে শুরু করল। কখনও চোখের কোনটা চিকচিক করছে নকুল-তামারাদের। বাবাকে এখনই এভাবে পুড়তে দেখতে হবে বোধহয় স্বপ্নেও ভাবেননি নকুলরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*