ত্রিনিদাদ ও টোব্যাগোর স্যার ব্রায়ান চার্লস লারা স্টেডিয়ামে তখন রাত নেমেছে। কিন্তু আকাশ জুড়ে আলোর রোশনাই। মাঠের ও মাঠের বাইরের উচ্ছ্বাসে কোনও খামতি নেই। দল তৃতীয় বারের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জয় করেছে বলে কথা। সেলিব্রেশন তো হবে রাতভর।
এই নিয়ে তৃতীয় বারের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ঘরে তুলল ডোয়েন ব্র্যাভোর দল। সেইসঙ্গে পরপর দুবার চ্যাম্পিয়ন হলো ত্রিনব্যাগো নাইট রাইডার্স। তবুও তো গত বার কেভন কুপারের বিধ্বংসী ইনিংসে হারা ম্যাচ জিতেছিলেন ব্র্যাভোরা। রবিবার ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৮ উইকেটে জয় তুলে নিল নাইট ব্রিগেড।
ফাইনালে প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে একবারের জন্যও মাথা তুলতে দেয়নি নাইটদের বোলিং। ইনিংসের প্রথম বলেই ক্যামেরন ডেলপোর্টকে বোল্ড করেন আলি খান। সেই শুরু। লুক রঙ্কি কিছুটা চেষ্টা করলেও ৪৪ রান করে আউট হন। মাঝে জেসন মহম্মদ ও শেষদিকে শেপার্ড এবং এমরিট মিলে গায়ানার রান নিয়ে যান ৯ উইকেটে ১৪৭ রানে। নাইটদের হয়ে ব্রাভো দুটি উইকেট পেয়েছেন৷ দলের আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার খ্যারি পিয়েরি ২৯ রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন৷ একটি করে উইকেট পেয়েছেন আলি খান, সুনীল নারিন ও ফাওয়াদ আহমেদ৷
জবাবে ১৪৮ রান তাড়া করতে নেমে ম্যাককুলাম-রামদিনের ৫২ রানের পার্টনারশিপের ভর করে শুরুটা দারুণ করে নাইট ব্রিগেড৷ কিউয়ি ক্রিকেটার ম্যাককুলাম ৩৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩৯ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন নিউজিল্যন্ডের ব্যাটসম্যান কলিন মুনরো৷ মাত্র দু’উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় নাইটরা৷
ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত থাকতে পারেননি দলের মালিক শাহরুখ খান। কিন্তু দল জেতার পর নিজের টুইটারে দলকে শুভেচ্ছা জানিয়েছেন কিং খান। টুইটে বলিউডের বাদশাহ লিখেছেন, ‘দলের জয়ের দিনে পাশে থাকতে পারলে ভাল লাগত৷ ছেলেরা দারুণ খেলেছে৷ সেলিব্রেশনটা তোলা রইল৷’
Be the first to comment