আজ কলকাতা পুরসভার ভোট। কোভিড পরিস্থিতিতে একবছরের জন্য স্থগিত হয়ে গিয়েছিল কলকাতা পুরসভার ভোট। কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার লড়াই শুরু ইতিমধ্যেই।
বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে ১২৬টি ওয়ার্ড। ঘাসফুল শিবির অন্তত ১৩৫টি আসনে জিততে চাইছে। অন্যদিকে ২০১৫ সালে ৫টি আসন পেয়েছিল বিজেপি। সেই আসন বিজেপি ধরে রাখতে পারবে নাকি তাতেও ধস নামবে তা নিয়েও নানা চর্চা চলছে।
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভোট গণনা। শুক্রবার বিকেল থেকেই সব বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। নিষিদ্ধ বাইক র্যালি, জমায়েত। এবার কলকাতা পুরভোটে থাকছে ২৩ হাজার পুলিস। ৫০ জায়গায় নাকা তল্লাশি। ২০০টি পুলিস পিকেট। প্রস্তুত ১৮টি স্পেশাল ক্যুইক রেসপন্স টিম। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪ ওয়ার্ডে মোট বুথের সংখ্যা ৪ হাজার ৯৫৯টি। প্রধান বুথের সংখ্যা ৪ হাজার ৭৩৯টি এবং অতিরিক্ত বুথ ২২০টি।
Be the first to comment