নির্মলেন্দু কুণ্ডুঃ
আমি কবিতাকে ছুঁয়ে দেখেছি
ওর প্রতিটা ঘ্রাণে মিশে থাকে মাদকতা,
স্বেদবিন্দু জানান দেয় কোন এক গদরের,
চোখদুটো বলে চলে অব্যক্ত কথকতা৷
তবুও মাঝে মাঝে
দিতে হয় নিরুদ্দেশের বিজ্ঞাপন,
মাজার বা দরগায় মাথা ঠুকে
ফিরে আসি খালি হাতে,
নির্নিমেষে বসে থাকি দরজা খুলে,
চুপিসারে আনাগোনা চলে
হয়ে চলে নীরব বিনিময়,
অথচ
কবিতার কাছে আমি অস্পৃশ্যই রয়ে গেলাম
বরাবর…
Be the first to comment