দিওয়ালির আগেই আতসবাজি বিস্ফোরণ। কেঁপে উঠলো বাজি কারখানা সহ গোটা এলাকা। গুরুতর জখম হয়েছেন একজন। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার পয়াগ গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কোলাঘাট থানার পয়াগ গ্রামের বাসিন্দা নিতাই বেরা নামে এক ব্যক্তির বাজি কারখানা ও গোডাউনের ভিতর কাজ চলাকালীন আগুন লেগে যায়। তারপরই বিকট শব্দ করে জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে ওই কারখানা ও গোডাউন সহ গোটা এলাকা। এই বিস্ফোরণে নিতাই বেরা গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তিনি এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পয়াগ গ্রামের বেশ কিছু পরিবার আতসবাজি কাজের সঙ্গে যুক্ত। এখান থেকে বিভিন্ন জায়গায় আতসবাজি রপ্তানি হয়। সামনেই কালীপুজো। তাই দিন-রাত এক করে আতসবাজি তৈরির কাজ করে চলেছেন পয়াগ গ্রামের বাজি কারিগরেরা। এই গ্রামের বাসিন্দা নিতাই বেরার নিজস্ব বাজি কারখানা ও গোডাউন রয়েছে। গ্রামের একটি ফাঁকা মাঠের মাঝখানেই বাড়ি তৈরি করে কারখানা ও গোডাউন করেছেন তিনি। গত কয়েকবছর ধরে সেখানেই বাজি তৈরির কাজ হচ্ছে। অন্যান্য দিনের মত এদিনও সকাল থেকে নিতাই বেরার ওই কারখানায় বাজি তৈরির কাজ করছিলেন গ্রামের বাজি কারিগরেরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ বাজি তৈরির কাজ চলাকালীন কোনওভাবে ওই কারখানায় আগুন লেগে যায়। এরপরই প্রচণ্ড শব্দ করে জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত নিতাই বেরা আহত হন। এরপর স্থানীয় বাসিন্দারাই তাঁকে এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। কারখানার আর কেউ জখম হননি। ওই গোডাউনে বাজি সহ প্রচুর দাহ্য পদার্থ ছিল, তার জেরেই বিস্ফোরণটি ঘটেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বাজি কারখানাটি ফাঁকা মাঠের মধ্যে হওয়ায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
Be the first to comment