মঙ্গলবার আগুন লাগলো পোস্তার নলিনী শেঠ রোডে। একটি দোকান থেকে আগুন ঘনবসতি এলাকায় ছড়িয়ে যায়। তীব্রতা কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে খবর। তবে ইঞ্জিনের ধাক্কায় মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় পোস্তা এলাকায়।
এদিকে আগুন নেভাতে গিয়ে ফুটপাতবাসীকে পিষে দিল দমকলের একটি গাড়ি। মঙ্গলবার সকালে পোস্তার একটি বন্ধ দোকানে আগুন লাগে। আগুন নেভাতে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। জানা যাচ্ছে, ঘটনাস্থলে যাওয়ার সময় এক ফুটপাতবাসী মহিলাকে ধাক্কা মারে ইঞ্জিনটি। সেই সময় রাস্তা পার হচ্ছিলেন মহিলা। দমকলের কর্মীরাই তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মহিলার মৃত্যু হয়। সাতসকালেই শহরের মোট ৪ জায়গায় আগুন লাগে। পোস্তা সহ চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল, তোপসিয়া ও বাঁশদ্রোনী এলাকায় আগুন লাগে।
দেখুন ভিডিও-
Be the first to comment