হাইকোর্টে ফের ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। আদালতে কেন বছরের পর বছর মামলা ঝুলে রয়েছে, কেন এত কম মামলার নিষ্পত্তি হচ্ছে তা রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট।
এই বিষয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিয়ে রাজ্যকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ।
রাজ্যে অনেক মামলার কোনও অগ্রগতি না হওয়ায় স্বতঃপ্রণোদিত ভাবে জনস্বার্থ মামলা দায়ের করে হাই কোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।
Be the first to comment