নরেন্দ্র মোদি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে রাজ্য বিজেপির মিছিলে অনুমতি দিল হাইকোর্ট। তবে, রয়েছে কিছু শর্ত। হাইকোর্ট সূত্রের খবর, বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত বিজেপিকে মিছিল করার অনুমতি দিয়েছে হাইকোর্ট।
আদালতের নির্দেশ, শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে। কোনও বিশৃঙ্খলা করা যাবে না। মিছিল থেকে কোনও উস্কানিমূলক ভাষণ দেওয়া যাবে না। রাখা যাবে না কোনও উস্কানিমূলক পোস্টার। যদি কোনও রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয় পুলিস যথাযথ ব্যবস্থা নিতে পারবে।
মোদি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে রাজ্য বিজেপি যাদবপুর থেকে একটি মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পুলিস সেই মিছিলের অনুমতি দেয়নি। এরপরেই রাজ্য বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে শর্তসাপেক্ষে রাজ্য বিজেপিকে মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট।
২৬ মে ক্ষমতায় আসার আট বছর পূর্ণ করেছে বিজেপি। এদিন কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল কেন্দ্রে। নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী মোদি। দেখতে দেখতে ৮ বছর পার করল মোদি সরকার। দেশ জুড়ে বিভিন্ন ভাবে এই দিনটিই পালন করছে বিজেপি।
Be the first to comment