রাতভর বৃষ্টি হলেও সকাল হতেই রোদের তেজ অব্যাহত কলকাতায়। কখনও রোদ,কখনও বৃষ্টি-আবহাওয়ার এই খামখেয়ালিপনায় দুর্ভোগে সাধারণ মানুষ।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম দিকের জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে, তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টি কিছুটা কমবে।বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আজ শহরজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। এদিকে কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুলগিতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও বজ্রপাতও হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে আজ। কলকাতা শহরে আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি তাপমাত্রা। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ থেকে ৯৪ শতাংশ।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ১১ মিলিমিটার।আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধেয় বিক্ষিপ্তভাবে দু’-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
Be the first to comment