মঙ্গলবার দুপুর থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়, বেশ কিছু জায়গায় ভাঙলো গাছ

Spread the love
মঙ্গলবার দুপুর থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। বজ্রবিদ্যুৎসহ এই বৃষ্টিতে ইতিমধ্যেই জল জমেছে শহরের বেশ কিছু জায়গায়। বাজ পড়ে চন্দ্রকোণায় মারা গিয়েছেন একজন। তবে এই বৃষ্টি আরও বাড়বে বলেই জানালেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরেই কালো করে আসে কলকাতার আকাশ। শহর জুড়ে ঘণ্টা দুয়েকের মুষলধারে বৃষ্টিতে শহরের বেশ কিছু জায়গায় জল জমেছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, চেতলা, তারাতলা, আনোয়ার শাহ রোড প্রভৃতি জায়গায় হাঁটু সমান জল জমেছে। এছাড়াও সল্টলেক, আনোয়ার শাহ রোডে বেশ কিছু জায়গায় গাছ ভেঙেছে বলে খবর। আনোয়ার শাহ রোডে একটি বিশাল বট গাছ ভেঙে যান চলাচল ব্যহত হয়েছে। এ ছাড়াও জল জমেছে বাইপাসে সায়েন্স সিটি সংলগ্ন এলাকায়।
বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগণা, হাওড়া ও হুগলিতেও। এ ছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা গত দুই সপ্তাহে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলার উপর অবস্থান করছিল। গত সপ্তাহে কলকাতার উপরেও মঙ্গলবার এবং বুধবার ছিল মৌসুমী অক্ষরেখা৷ কিন্তু বর্তমানে সেটি মুজফফরপুর , নাগাল্যান্ডের উপর দিয়ে গিয়েছে। পাশাপাশি উত্তর-দক্ষিণ অক্ষরেখাটি বিহার থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে ঝাড়খণ্ড পর্যন্ত এবং উত্তর-পূর্ব ওড়িশা পর্যন্ত গিয়েছে। এর জেরেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে ওই পাঁচ জেলায়।
পাশাপাশি এই সপ্তাহে উত্তর-পূর্ব ভারতের অসম, মণিপুর, নাগাল্যান্ডে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*