শনিবারই বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নিয়েছে বর্ষা তবুও পিছু ছাড়ছে না বৃষ্টি। রাত ও ভোরের শিরশিরে হাওয়ায় দক্ষিণবঙ্গে এখন হেমন্তের পরশ। তারই মাঝে ফের হেমন্তের স্বস্তিতে বিরক্তির কাঁটা হয়ে দাঁড়াতে চলেছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতা ও তাঁর পাশ্ববর্তী কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও। একইসঙ্গে উত্তরেও বৃষ্টিপাতের সম্ভাবনা।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার থেকেই সম্পূর্ণ বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সাময়িক দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা স্থায়ী হবে না। একটানা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অনুভূত হবে হেমন্তের পরিবেশ। সকালের দিকে কোথাও কোথাও দেখা যাবে সামান্য কুয়াশা। রাতে ও সকালের দিকে অনুভূত হবে হালকা শীতের আমেজ। বেলা বাড়লে অবশ্য বদলে যাবে পরিস্থিতি। গরমের সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত সামান্য অস্বস্তি থাকতে পারে। দক্ষিণ-পূর্ব বাংলাদেশ একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোমবারও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলার কিছু অংশে। হালকা বৃষ্টিপাত হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ারে। মোটের উপর শুকনোই আবহাওয়াই থাকবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা।
এদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। মহানগরে আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ডিগ্রির নীচে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রির আশেপাশে। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতা থাকতে পারে ৯৮ শতাংশ। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে কেরালা উপকূলে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পাঞ্জাব ও রাজস্থানের উপর। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ ভারতের কিছু অংশে অবস্থান করছে। সেখানে প্রভাব বিস্তার করবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। বাংলা ছাড়াও উত্তর বঙ্গোপসাগর উত্তর-পূর্ব ভারত এবং ওড়িশা, গোয়া থেকেও বিদায় নিল বর্ষা। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্নাটকের কিছু অংশ থেকে বর্ষা-বিদায় পর্ব শুরু হবে। পরিস্থিতি অনুকূল থাকায় ২৬ অক্টোবর মঙ্গলবারের মধ্যেই পুরো দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা।
দেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় শুরু হলেও রিটার্ন মনসুন শুরু হবে দক্ষিণ ভারতে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। আগামীকাল সোমবার থেকেই দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে দক্ষিণ ভারতের তামিলনাডু, পন্ডিচেরি ও করাইকাল এবং কেরালায়।
Be the first to comment