মিটিং মিছিলে মঙ্গলবার নাকাল হবে মহানগর। সকাল থেকে দিনভর বিভিন্ন কর্মসূচিতে শহরের গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ করবে পুলিস। ঘুরপথে যেতে হবে বেশ কিছু রুটের বাস ও ছোট গাড়িকে। সব মিলিয়ে মঙ্গলবার যানযটে জেরবার হবে শহরবাসী। মঙ্গলবার সকালে এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিস।
ওই পোস্ট অনুযায়ী, সকাল ১১টা থেকে বিভিন্ন কর্মসূচি রয়েছে কলকাতায়। ১১টায় মায়ো রোডে গান্ধী মূর্তির সামনে এক অনুষ্ঠান রয়েছে। দুপুর ১২টায় কলেজ স্ট্রিটের বিভিন্ন রাস্তায় রাজনৈতিক মিছিল রয়েছে। সে কারণেই এন সি স্ট্রিট, আর এ কিদোয়াই রোড, এস এন ব্যানার্জী রোড এবং ডোরিনা ক্রসিংয়ে যানজট হতে পারে।
আবার দুপুর সাড়ে তিনটে থেকে গোরাচাঁদ রোডের সামনে রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সাড়ে তিনটেয় গুরুসদয় রোডেও অনুষ্ঠান রয়েছে। বিকেল ৪টেয় এজেসি বোস রোডে কয়েকটি কর্মসূচি হওয়ার কথা। বিকেল ৫টে নাগাদ মিছিল হওয়ার কথা এজেসি বোস রোডে। ওই রোড থেকে শুরু করে মিছিলটি যাবে ক্যাথিড্রাল রোডে। অ্যাকাডেমি অফ ফাইনস আর্টসের দিকেই অভিমুখ থাকবে ওই মিছিলের। সারাদিন এতগুলি কর্মসূচির কারণে ট্রাফিক জাম হওয়ার আশঙ্কা করছে কলকাতা পুলিস। তবে যান নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা নিয়েছেন তাঁরা।
Be the first to comment