লখনৌ: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উত্তরপ্রদেশে তার সফরের দ্বিতীয় দিন শনিবার এলাহাবাদের সঙ্গমে প্রার্থনা করেন এবং পরে ‘লেটে হুয়ে হনুমান’ মন্দির পরিদর্শন করেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সাভিতা কোবিন্দ, গভর্নর রাম নায়েক, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরো অনেক সিনিয়র মন্ত্রী।
রাষ্ট্রপতি হনুমান মন্দিরে কিছুক্ষণ সময় কাটান, যে মন্দিরের তলদেশে হনুমানের একমাত্র মূর্তি শুয়ে রয়েছে। এরপর তিনি সেখানে পূজা করেন এবং আরতিও করেন।
তিনি প্রস্তাবিত ‘ন্যয় গ্রাম টাউনশিপ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই দিনে। অনুষ্ঠানে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি এবং ঊর্ধ্বতন বিচারক ও অনেক আইনজীবী উপস্থিত ছিলেন।
দেবঘাট ঝালওয়ায় ‘ন্যয় গ্রাম টাউনশিপ’ নির্মাণ করা হয়েছে এবং এখানে বিচার বিভাগীয় একাডেমী, অডিটোরিয়াম, বাসস্থান এবং আইন অফিসারদের জন্য অন্যান্য সুযোগসুবিধার ব্যবস্থা করাও হয়েছে। রাষ্ট্রপতির এই সফরের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সফরের প্রথম দিনে, রাষ্ট্রপতি কোবিন্দ লখনৌর বি.এ আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন।
ছবিঃ সূত্র থেকে নেওয়া
Be the first to comment